
বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছেন শাহরুখ খান। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। শেষ লড়াইয়ে হেরে গিয়ে যখন হতাশ টিম ইন্ডিয়া, তখন তাদের পাশে দাঁড়ালেন শাহরুখ।
সামাজিক মাধ্যমে শাহরুখ খান লিখেছেন, ‘ভারত যেভাবে পুরো টুর্নামেন্টে খেলেছে তা সম্মানের এবং তারা দৃঢ়তার সাথে মন দিয়ে খেলেছে। এটা খেলা, সব দিন সমান হয় না। দুর্ভাগ্যবশত আজকের দিনটা খারাপ গেল…ধন্যবাদ টিম ইন্ডিয়া আমাদের গর্বিত করার জন্য। ক্রিকেটের দুনিয়ায় আমাদের দেশ ভারতের যে অবদান তাতে আমরা গর্বিত। পুরো ভারতকে আনন্দ দিয়েছে ক্রিকেট টিম। ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের গর্বিত করার জন্য।’
ভারত-অস্ট্রেলিয়ার খেলায় গ্যালারিতে বসেছিল তারকার মেলা। শাহরুখ, গৌরি, আব্রাম খান, আরিয়ান খান, সুহানা খান, আশা ভোসলে, ডাজ্ঞুবতি ভেনটাকেশ, আয়ুষ্মান খুরানা, দীপিকা, রণবীর সিং, বিবেক ওবেরয় সহ বহু তারকাকে দেখা গেছে স্টেডিয়ামে।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলে অপরাজিত থেকে গতকালের ফাইনালে নেমেছিল ভারত। কিন্তু প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যান রোহিত শর্মারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস
বিজ্ঞাপন