গেল এপ্রিলে পুরোদমে শুরু হয়েছিল জোয়া আখতার পরিচালিত আন্তর্জাতিক কমিক গল্প ‘আর্চি’ নির্ভর আসন্ন ছবি ‘দ্য আর্চিস’ এর শুটিং। যার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
জানা গেছে, কয়েক সপ্তাহ ধরেই ভারতের উটিতে চলছিল ছবিটির শুটিং। যার বেশ কিছু ছবি নেটমাধ্যমে শেয়ার করেছিলেন সুহানা খান, খুশি কাপুর। অবশেষে রবিবার ছবিটির শুটিং শেষ করে মুম্বাই ফিরলেন তারা। এদিন মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন সুহানা, খুশি এবং অগস্ত্যরা।
কালো ফুল হাতা টি-শার্ট এবং কালো প্যান্ট পরে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় শাহরুখ কন্যাকে। তাকে ঘিরে ছিল অজস্র পাপারাজ্জি ক্যামেরা। তিনি নিজের মতো করে হেঁটে গাড়িতে গিয়ে বসেন।
অন্যদিকে শুটিং শেষে অগস্ত্য নন্দাকে তার এক বান্ধবীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। এছাড়াও বোন নভ্যা নভেলি নন্দা তাকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন।
এদিন খুশি কাপুরকেও উটি থেকে ফিরতে দেখা যায়। খুশিকে নিতে বিমানবন্দরে এসেছিল তার পোষ্য কুকুরটিও। এসময় কালো পোশাকের সঙ্গে সাদা জ্যাকেটে দেখা মেলে শ্রীদেবীর ছোট কন্যার।
আগেই জানা গিয়েছিল, সিনেমা হলে নয় বরং ওটিটি প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’ এ স্ট্রিমিং হবে ‘দ্য আর্চিস’র। নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য আর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। ছবিটিতে খুশি এবং সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে। অপরদিকে অগস্ত্যকে দেখা যাবে আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায়।
রীমা কাগতির প্রোডাকশন হাউজ টাইগার বেবি ও গ্রাফিক ইন্ডিয়ার ব্যানারে তৈরি হবে ছবিটি। যার অন্যতম প্রযোজক জোয়া আখতার নিজেই। -বলিউড হাঙ্গামা








