একজন কনটেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পেজে ‘বাবা মায়ের অঢেল টাকা থাকলে প্রাইভেট ভার্সিটিতে পড়িয়ে অশ্লীলতা শিখতে হতো’- এমন কথা বলে একটি পোস্ট দেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন তিনি। সেই পোস্টে অভিনেত্রী শবনম ফারিয়া প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন।
ফারিয়ার মন্তব্যটি মিম আকারে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে! পরে ওই বিতর্কিত স্ট্যাট্যাসটি সরিয়ে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন ওই কনটেন্ট ক্রিয়েটর। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
নিজের পেজে একটি পোস্ট দিয়ে ফারিয়া বলেছেন, “অনুগ্রহ করে কাদের রোল মডেল বানাবেন, কাদের ফলো করবেন জেনে বুঝে করবেন। অশিক্ষিত, অসভ্য মানুষদের যদি তারকা বানানোর চেষ্টা করেন পরবর্তীতে ওইরকম মানুষই সামনে আসবে। যারা জানে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে merit-based scholarships, need-based scholarships বলে একটা বিষয় আছে। অনুগ্রহ করে তাদের ফলো করে তারকা বানাবেন না।”
ওই কনটেন্ট ক্রিয়েটরের এমন বিতর্কিত মন্তব্যে ভীষণ চটেছেন নেটিজেনদের বিরাট একটি অংশ। ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছেন তারকাদের অনেকেই। অভিনেত্রী শবনম ফারিয়াও কন্টেন্ট ক্রিয়েটরের ভাষ্য নিয়ে সোচ্চার। ফারিয়া বলেন, “বিষয়টা সরকারি-বেসরকারি নিয়ে না। একজন শিক্ষিত মানুষ কোনোদিন অশ্লীল ইঙ্গিত দিয়ে এটা বলতে পারে না যে মেজরিটি ছেলে মেয়ে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং পরিবারের অঢেল টাকা নেই তারা কোন সোর্স থেকে টাকা ইনকাম করে পড়াশুনা করে!”
নিজের উদাহরণ টেনে ফারিয়া বলেন, আমি বর্তমানে আইইউবি-তে মাস্টার্স করছি। আমার ব্যাচমেট একজন নেই যারা জব করছে না! কিংবা জবের চেষ্টা করছে না। অনেককে দেখছি ভালো জব পাচ্ছে না তাই টিউশনি করাচ্ছে। যেহেতু আমার আন্ডারগ্রেডও একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছিল, তখনও আমার অনেক ক্লাসমেটদের দেখেছি পার্টটাইম জব কিংবা টিউশনি করতে।
ফারিয়া বলেন, “আসল কথা হলো কাদের তারকা বা রোল মডেল বানাচ্ছেন, তা বুঝে বানাবেন! একজন অযোগ্য মানুষকে তারকা বানিয়ে আরও ১০ জন অযোগ্য মানুষকে উৎসাহ দিচ্ছেন বেফাঁস কথা বলে সেইটাকে আবার ডিফেন্ড করার। প্লিজ এটা করবেন না।”
অনেকেই এসব বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে প্রমোশনাল কাজ চালাচ্ছে। তাদের উদ্দেশ্যে ফারিয়া বলেন, আপনার যারা এখনও আপনাদের প্রতিষ্ঠানের প্রমোশন এসব মানুষদের দিয়ে করাচ্ছেন, আপনারাও কিন্তু এসব স্টেটমেন্টকে প্রশ্রয় দিচ্ছেন। অনুগ্রহ করে প্রমোশনের জন্য এসব মানুষদের উৎসাহ দিবেন না প্লিজ।








