একাত্তরের তরুণ সামরিক-অসামরিক অফিসারদের কথা: ১
৫১ বছর আগে যে জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ, সরকারি চাকরিতে বিদ্রোহ করে সেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন অনেক সামরিক-অসামরিক বাঙালি অফিসার। তাদের একজন ওই সময়ের পাকিস্তান এয়ার ফোর্সের তরুণ জিডি পাইলট এ বি তাজুল ইসলাম যিনি ক্যাপ্টেন তাজ নামে বেশি পরিচিত। বিজয়ের মাস ডিসেম্বরে একাত্তরের তরুণ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তার কথা।।