চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত

KSRM

সৌদি আরবের একটি  আসবাবপত্র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের সাত নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাষ্ট্রিয়াল এলাকায় সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় একটি সোফা তৈরি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধারকারী দল পাঠায়।

Bkash

অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশিসহ মোট নয়জন নিহত হয়েছেন। বাকি দু’জন কোন দেশের, তা জানা যায়নি। মৃতদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় প্রাথমিকভাবে শনাক্তকৃত নিহত বাংলাদেশিদের তালিকা নিম্নরূপ: ১- আরিফ মোঃ সাহাদাত – ২৫৩৫১৭৬৩৩৯ ২- বারেক সরদার – ২২৪৭৪৩৯৮৫০ ৩- মোঃ শাকিল প্রামাণিক- ২৫০৫৩৭৮৫৬৮ ৪- সাইফুল ইসলাম – ২৫২৯৯২২৩২৬ ৫-রুমান প্রামাণিক- ২৪৭২৪৭০৫৮৮ ৬-মোঃ ফিরুজ সরদার আলী – ২৪৯৩২১৭৯৬৮ ৭- মোঃ রব হোসাইন – ২৪৩৭৭৯৫৪২৬০

Reneta June

আগুন লাগার পর কারখানার ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। দমকল কর্মীরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের মরদেহ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনার কারণ জানা যায়নি। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বাংলাদেশি নাগরিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View