চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জায়ান মালিকের সঙ্গে প্রেম করছেন সেলেনা গোমেজ?

নিউ ইয়র্ক সিটির এক রেস্তোরাঁয় বৃহস্পতিবার রাতে একসঙ্গে দেখা গেছে জায়ান মালিক ও সেলেনা গোমেজকে। তাদের দুজনকে চুমু খেতেও দেখা গেছে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত এক টিকটক ইউজারের স্ক্রিন শট থেকে। স্ক্রিনশটটি তার এক বন্ধুর পাঠানো মেসেজের যেখানে দাবি করা হয়েছে জায়ান মালিক ও সেলেনা গোমেজকে এক রেস্টুরেন্টে আপ্যায়নে হোস্টেসের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তিনি আরও দাবী করেছেন এসময়ে এই জুটি হাত ধরে ছিলেন।

‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ নামের এক গণমাধ্যমও দাবি করেছে সেলেনা ও জায়ানকে ডিনার ডেটে দেখা গেছে। এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমটিকে বলেছেন, ‘সেলেনা  ও জায়ান নিউ ইয়র্কের সোহোতে গিয়েছিলেন গত রাতে সাড়ে দশটার দিকে। তারা হাত ধরে হাঁটছিলেন। চুমু খেতেও দেখা গেছে তাদের। তারা একে অপরের সান্নিধ্যে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন। বোঝাই যাচ্ছিল যে এটা একটা ডেট।’

সেলেনা কিংবা জায়ান কেউই তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। গত অক্টোবরে জিজি হাদিদের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে গেছে জায়ান মালিকের। জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন একাই আছেন সেলেনা।

সম্প্রতি ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁয়ে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন সেলেনা। বর্তমানে তিনিই সবচেয়ে বেশি ফলো করা নারী সেলেব্রিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View