এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার নতুন সময় সূচি নির্ধারণ, একাদশে ভর্তি কার্যক্রম শেষ করা এবং স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে বেশ বিপাকে আছে শিক্ষা বোর্ডগুলো।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছে, বিদ্যালয়গুলো চালুর সিদ্ধান্ত এখন আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হাতে নেই। কেন্দ্রীয়ভাবে আসতে হবে এই সিদ্ধান্ত। একাদশের ভর্তি কার্যক্রম এবং স্থগিত হওয়া এইচএসি পরীক্ষা শেষ করাটাই এখন চ্যালেঞ্জ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মজিবুর রহমান বলছেন, যেহেতু শিক্ষার্থীরা একবার আন্দোলনে মাঠে নেমেছেই তাই শ্রেণিকক্ষে তাদের অবস্থান কিছুটা পাল্টাবে। উচ্চ শিক্ষায় বিশাল ক্ষতি হয়ে গেছে বলে মন্তব্য তার।
কাপড়-চোপড় আর প্রয়োজনীয় বই খাতা ফেলে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, তিনি এসেছিলেন তার সব কিছু নিয়ে যেতে কিন্তু নিজের হলে ঢুকতেই দেওয়া হয়নি তাকে।
কোলাহল আর ছুটে চলা তারুণ্যের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একেবারেই চুপাচাপ, স্তব্ধ। হলগুলোতে লেখাপড়া নেই, আড্ডা নেই-যেন এক অন্যরকম পরিবেশ।







