চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্কালোনির সঙ্গে বর্ষসেরা কোচের দৌড়ে যারা

বিদায়ী বছরে আর্জেন্টিনাকে অনন্য উচ্চতায় পৌঁছানোর গুরুদায়িত্ব ছিল তার কাঁধে। সফলও হয়েছেন। কাটিয়েছেন আলবিসেলেস্তেদের ৩৬ বছরের শিরোপাখরা। লিওনেল স্কালোনি বিশ্বকাপ জয়ের পর ফিফার বর্ষসেরা কোচের দৌড়েও এগিয়ে। যে দৌড়ে আর্জেন্টাইন কোচের প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরও চারজন।

২০২২ সালের জন্য সেরা ফুটবলার মনোনয়নের সঙ্গে বর্ষসেরা কোচের তালিকাও দিয়েছে ফিফা। লিওনেল স্কালোনির সঙ্গে আছেন কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), ওয়ালিদ রেগ্রাগুই (মরক্কো), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) ও দিদিয়ের দেশম (ফ্রান্স)।

২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদকে লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন আনচেলত্তি। বর্ষসেরা হওয়ার জোর দাবিদার ইতালিয়ান কোচও। দৌড়ে আরেক আর্জেন্টাইন পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপা জিতিয়েছেন।

মরক্কোকে বিশ্বকাপের সেমিতে নেয়া কোচ ওয়ালিদ ও ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে নেয়া দিদিয়ের দেশমও জোর দৌড়ে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে সবচেয়ে এগিয়ে অবশ্য স্কালোনি।