চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ মজুদের দাবি সৌদি আরবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ন ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদির দাবি, তাদের আড়াই ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ রয়েছে

সৌদির দাবি, তাদের আড়াই ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ রয়েছে

সৌদি আরব দাবি করেছে, তাদের ভূখণ্ডে প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে। বিশ্লেষকদের মতে, এই বিপুল সম্পদ সৌদি আরবকে বৈশ্বিক বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ প্রতিযোগিতায় একটি নতুন ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে আবির্ভূত করতে পারে।

শুক্রবার ২৩ জানুয়ারি সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়, এমন এক সময়ে খনিজ সম্পদ আবারও আলোচনায় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের সঙ্গে সম্ভাব্য এক চুক্তির কথা জানিয়েছেন, যেখানে বিরল পৃথিবীর খনিজ সম্পদের অধিকার অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পরিষ্কার জ্বালানি রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত সামরিক প্রযুক্তি এবং উচ্চগতির কম্পিউটিংসহ নানা আধুনিক শিল্পের জন্য অপরিহার্য। বর্তমানে এই খাতে চীনের একচেটিয়া প্রভাব রয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) তথ্যমতে, বিশ্বে পরিশোধিত বিরল পৃথিবীর উৎপাদনের ৯০ শতাংশের বেশি এবং খনি উৎপাদনের ৬০ শতাংশের বেশি চীনের নিয়ন্ত্রণে।

রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরাম-এ সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারেে এসএএফই (সেকিউরিটি আমিরিকাস ফিউচার এনার্জি )–এর খনিজ সম্পদ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাবিগেল হান্টার বলেন, কয়েক দশকের কৌশলগত বিনিয়োগ, রাষ্ট্রীয় সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে আলোকবর্ষ এগিয়ে গেছে।

তেলের ওপর নির্ভরতা কমাতে সৌদি আরব এখন খনিজ খাতকে কৌশলগতভাবে এগিয়ে নিচ্ছে। দেশটির দাবি অনুযায়ী, তাদের খনিজ সম্পদের মধ্যে রয়েছে সোনা, দস্তা, তামা, লিথিয়ামের পাশাপাশি ডিসপ্রোসিয়াম, টারবিয়াম, নিওডিমিয়াম ও প্রাসিওডিমিয়াম—যেগুলো বৈদ্যুতিক যান, বায়ু টারবাইন এবং উন্নত প্রযুক্তিতে ব্যবহৃত হয়।

এনঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সৌদি আরবের খনিজ অনুসন্ধান বাজেট ৫৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি কোম্পানিকে খনি লাইসেন্স দেওয়ার গতি বেড়েছে।

Reneta

বিশেষজ্ঞরা বলছেন, অনুসন্ধান ও বাস্তব উৎপাদনের মধ্যে বড় ব্যবধান রয়েছে। অ্যাবিগেল হান্টারের ভাষায়, একটি খনি প্রকল্প বাস্তবায়নে বহু বছর লাগে। একটি প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়তে তিন থেকে পাঁচ বছর সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে সময় লাগে প্রায় তিন দশক।

এই বাধা কাটাতে সৌদি সরকার বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। কর হ্রাস, প্রশাসনিক জটিলতা কমানো এবং বড় অঙ্কের সরকারি ব্যয় তার অংশ।

রাষ্ট্রীয় মালিকানাধীন খনি কোম্পানি মাদেন জানিয়েছে, আগামী এক দশকে তারা ধাতু ও খনিখাতে ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটির সিইও বব উইল্ট বলেন,  আমরা জানি, একা এই কাজ সম্ভব নয়। আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য।

সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনায় খনিজ খাতকে অর্থনৈতিক বৈচিত্র্যের অন্যতম স্তম্ভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। লক্ষ্য শুধু খনিজ উত্তোলন নয়, বরং পুরো সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা। যার মধ্যে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের মতো উচ্চাভিলাষী প্রকল্পও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব ভবিষ্যতে আফ্রিকা ও গ্লোবাল সাউথ থেকে উত্তোলিত খনিজের আঞ্চলিক পরিশোধন কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখতে পারে।

চীনের সাম্প্রতিক রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করার পর যুক্তরাষ্ট্র সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। গত নভেম্বরে সৌদি আরব যুক্তরাষ্ট্রে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়, যার একটি অংশ খনিজ খাতে সহযোগিতা।

মার্কিন কোম্পানি এমপি ম্যাটেরিয়ালস সৌদি আরবে একটি বিরল খনিজ শোধনাগার নির্মাণে মাদেন ও মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে।

তবে পরিবেশগত দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সম্প্রতি জাতিসংঘের পরিবেশ অধিবেশনে খনির পরিবেশগত ক্ষতি কমানো ও সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছিল সৌদি আরব।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং আফ্রিকার খনিজ-সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক জটিলতা সৌদি উচ্চাকাঙ্ক্ষার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: আড়াই ট্রিলিয়ন ডলারআমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরল খনিজযুক্তরাষ্ট্রসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদির দাবি, তাদের আড়াই ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ রয়েছে

আড়াই ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ মজুদের দাবি সৌদি আরবের

জানুয়ারি ২৪, ২০২৬

রানে সর্বোচ্চ ইমন, উইকেটে শীর্ষে শরিফুল

জানুয়ারি ২৩, ২০২৬

সূর্যকুমার-ঈশান তাণ্ডবে ২-০ করল ভারত

জানুয়ারি ২৩, ২০২৬

কৃষক-শ্রমিক ও বেকারদের জন্য কাজ করবে বিএনপি: তারেক রহমান

জানুয়ারি ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মের নামে একটি দল মুনাফেকি করছে: মির্জা ফখরুল

জানুয়ারি ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT