এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সৌদি আরবের মন্ত্রিসভা একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলে এখন থেকে অনাবাসী বিদেশিরা দেশটিতে সম্পত্তির মালিকানা অর্জনের জন্য ডিজিটাল আইডি ব্যবহার করতে পারবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরবে বিদেশিদের সম্পত্তির মালিকানা বিষয়ক আইনের বাস্তবায়ন আরও সহজ ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, জেনারেল রিয়েল এস্টেট অথরিটি এই উদ্যোগ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (এসডিএআইএ), জাতীয় তথ্য কেন্দ্র এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এই ডিজিটাল আইডি চালুর মূল উদ্দেশ্য হলো – বিদেশিদের জন্য সম্পত্তির মালিকানা সংক্রান্ত প্রক্রিয়াগুলোকে সহজ করা এবং রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। নতুন এই পদক্ষেপের ফলে বিদেশিরা এখন আইনগত কাঠামোর আওতায় থেকে সহজেই সৌদি আরবে সম্পত্তি কিনতে পারবেন এবং তার মালিকানা সুনিশ্চিত করতে পারবেন।
এছাড়া, মন্ত্রিসভা প্রশাসন সম্পর্কিত অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের কৌশলগত কমিটির একটি সিদ্ধান্তও অনুমোদন করেছে, যার আওতায় বিদেশিদের সম্পত্তির মালিকানা ও ব্যবহারের অধিকার নিশ্চিত করতে একটি তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি জেনারেল রিয়েল এস্টেট কর্তৃপক্ষের বোর্ডের অধীন থেকে কাজ করবে এবং সার্বিক প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে দেশটির বৈশ্বিক বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।








