চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মাত্র ৩২ এ চলে গেলেন এই অভিনেত্রী

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় টিভি অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। মঙ্গলবার (২৩ মে) বিকালে হিমাচল প্রদেশে গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। সেখানেই মারা যান ৩২ বছর বয়সী।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় অভিনেত্রী তার হবু বরের সঙ্গে গাড়িতে ছিলেন। তাদের বহন করা গাড়িটি খাড়া মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৪ মে) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Bkash July

‘সারাভাই ভার্সেস সারাভাই টেক টু’-তে বৈভবীর সহশিল্পী ও প্রযোজক জেডি মাজেথিয়া আরেকটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, অভিনেত্রীর গাড়ি পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় খাদে গিয়ে পড়ে।

জেডি মাজেথিয়া এক টুইটে লিখেন, ‘এটি অবিশ্বাস্য, দুঃখজনক এবং মর্মান্তিক। জীবন যে এতটা অনিশ্চিত তা যেন বিশ্বাস করতে পারছি না। জীবনের কোনো ভরসা নেই। খুব ভালো একজন অভিনেত্রী, আমার খুব কাছের বন্ধু বৈভবী উপাধ্যায়। যাকে মানুষ ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর জেসমিন হিসেবেই চেনেন।’

Reneta June

গুজরাটি থিয়েটার জগতের জনপ্রিয় মুখ ছিলেন বৈভবী। টিভি শো ‘কেয়া কাসুর হ্যায় আমলা কা’, ডিজিটাল সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’ এবং দীপিকা পাডুকোনের ‘ছাপাক’ সিনেমায়ও অভিনয় করেছেন বৈভবী।

সূত্র: এনডিটিভি

Labaid
BSH
Bellow Post-Green View