সব শ্রেণির দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। গল্প, নির্মাণ আর অভিনয়ের পাশাপাশি বেশি আলোচনায় এসেছে নাটকের দুই চরিত্র সামির ও মেহরিন, যেখানে অভিনয় করছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল।
নাটকের গল্পে দেখা যাচ্ছে, বড় ভাই ফাহাদের প্রেমিকা মেহরিনকে পরিস্থিতির শিকার হয়ে কোনো কিছু না বুঝেই বিয়ে করে ফেলেন ছোটভাই সামির। এরপর থেকে বাড়ির ছোটছেলে বেকার সামির বাড়িতে মায়ের কাছে সবসময়ই বকাঝকা খেতে থাকে, সেইসঙ্গে তার বউ মেহরিনকে মোটে সহ্যই করতে পারে না মা আঞ্জুমান বেগম।
পারিবারিক আবেগ ও টানাপড়েনের ভিড়ে নানা নাটকীয়তায় সামির-মেহরিনের পর্দার রসায়ন দর্শকদের মনে ইতোমধ্যেই দাগ কেটেছে।
সামির-মেহরিনের অনস্ক্রিন রোমান্স এতটাই প্রাণবন্ত যে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে দুজনের প্রেমের গুঞ্জন। ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন ফ্যানপেজে দর্শকরা তাদের জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ কেউ আবার বাস্তব জীবনেও এই সম্পর্কের সত্যতা খুঁজছেন।
সংশ্লিষ্টদের মতে, এটি মূলত নাটকের সাফল্য এবং চরিত্রে তাদের বিশ্বাসযোগ্য অভিনয়ের ফল। দর্শক যখন চরিত্রের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীকে মিলিয়ে ফেলেন, তখনই এমন গুঞ্জনের জন্ম হয়।
এই প্রেমের গুঞ্জনে মুখ খুলেছেন সামির ওরফে খায়রুল বাসার। তিনি বলেন, এই কাজটির পর থেকে আমাদের দুজনকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। দর্শকদের বলতে দেখছি, আমাদের দুজনকে খুব মানায়, আমাদের বিয়ে হয়ে যাক। এও দেখলাম, আমাদের সম্পর্ক এতো ভাল যে দর্শক মনে করছেন, বাইরেও আমরা প্রেম করে বেড়াই। দর্শকদের এসব মতামতকে আমরা পজিটিভভাবে দেখছি। এগুলো আমাকে কখনও বিব্রত করে না। বরং মজা পাই।
খায়রুল বাসার আরও বলেন, শুটিং ছাড়া আমাদের কখনও দেখা হয় না। শুটিংয়ে আমরা ছবি তুলে ওগুলো পোস্ট করি। দর্শকদের আমাদের জুটি নিয়ে এতো আগ্রহ, এটা অনেক ভালো লাগার বিষয়। জুটি হিসেবে দর্শকদের এই আগ্রহ তৈরির জন্য আমি মনে করি দুজন আর্টিস্টের বোঝাপড়া মজবুত থাকতে হয়। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়। শুধু আমরা নই, আমাদের শুটিং সেটে যারা থাকেন প্রত্যেকেই গুড মুডে থাকেন।
‘এটা আমাদেরই গল্প’ সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।
সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।








