চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আয়ুষ্মানের বিপরীতে বলিউডে পা রাখছেন সামান্থা?

গেল বছর থেকেই গুঞ্জন চলছিল দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভূর বলিউডে অভিষেকের। ইতোমধ্যেই অভিনেত্রীকে দেখা গেছে হিন্দি ওয়েব সিরিজ ‘ফ্যামেলি ম্যান ২’ তে। আর এবার শোনা যাচ্ছে, আয়ুষ্মান খুরানার বিপরীতে বলিউড সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।

যদিও এখন পর্যন্ত অফিসিয়াল কোন ঘোষণা আসেনি আসন্ন ছবিটি নিয়ে। তবে শোনা যাচ্ছে, দীনেশ ভিজন প্রযোজিত ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা।

Bkash July

গত ৮-৯ মাস থেকেই বলিউডের বেশ কিছু প্রজেক্টের প্রস্তাব পেয়ে আসছিলেন সামান্থা। কিন্তু স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় এতদিন সেগুলোতে চুক্তিবদ্ধ হননি তিনি।

জানা গেছে, হাস্যরসে ভরপুর থাকবে আয়ুষ্মান-সামান্থার আসন্ন ছবিটি। বর্তমানে কাজ চলছে এর চিত্রনাট্য নিয়ে। চলতি বছরের শেষ নাগাদ শুরু হতে পারে ছবিটির শুটিং।

Reneta June

এছাড়াও সামান্থার হাতে রয়েছে রুশো ব্রাদার্স সিটাডেলের হিন্দি সংস্করণের একটি প্রজেক্ট। যেখানে তাকে দেখা যাবে বিজয় দেবরাকোন্ডার সাথে। –বলিউড হাঙ্গামা

Labaid
BSH
Bellow Post-Green View