চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সালমান

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার সন্ধ্যায় জানা যায় এই খবর।

সালমানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে আরও চার-পাঁচ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে সালমানের। আপাতত কোনো কাজ করতে মানা করেছেন চিকিৎসকরা।

Bkash July

এখন ‘বিগ বস’ চলছে। অসুস্থ হওয়ায় আপাতত বিগ বসের কাজ করতে পারছেন না অভিনেতা। শোনা যাচ্ছে সালমান যত দিন বিশ্রামে থাকবেন, তত দিন এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নেবেন করণ জোহর। যত দূর জানা গিয়েছে, সালমানের বদলে আপাতত কয়েক সপ্তাহ এই রিয়্যালিটি শো সঞ্চালনা করবেন করণ।

সালমান সুস্থ হয়ে উঠলে তিনি আবার ‘বিগ বস’ সঞ্চালনার কাজে ফিরে আসবেন। তার আগ পর্যন্ত এই দায়িত্ব করণের কাঁধেই থাকছে।

Reneta June

সূত্র: কইমই 

Labaid
BSH
Bellow Post-Green View