মুক্তির প্রথম সপ্তাহেই ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করলো বলিউডের নতুন জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’। সর্বশেষ আপডেট অনুযায়ী, ‘সাইয়ারা’ মুক্তির ষষ্ঠ দিনে ১৫৩ কোটি রুপির আয় ছাড়িয়ে গেছে!
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘সাইয়ারা’ আয় করে ২১.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ২৬ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৩৫.৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ২৪ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ২৫ কোটি রুপি, ষষ্ঠ দিনে আয় করে ২১ কোটি রুপি। ৬ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫৩.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৮৮ কোটি রুপি।
মুক্তির আগেই আলোচনা তৈরি করেছিল আর মুক্তির পর রীতিমতো সাড়া ফেলেছে৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি। শুরুতে ৮০০ পর্দায় মুক্তি পেলেও সিনেমাটি এখন ২ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে।
যশরাজ ফিল্মস প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেছেন নতুন মুখ আহান পান্ডে। আর অভিষেক সিনেমাতেই বাজিমাত করেছেন তিনি।
অনীত পাড্ডা একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তার বড় সুযোগ। এর আগে কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করেছেন তিনি।








