চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরেও ফেরা হচ্ছে না সাইফউদ্দিনের

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা দীর্ঘই হচ্ছে পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আসছে জিম্বাবুয়ে সফরেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

পিঠের ব্যথা কমাতে ২৪ জুলাই ভারত যাবেন সাইফউদ্দিন। দিল্লীতে ইনজেকশন নিয়ে ফিরবেন দু’দিন পর। ঢাকায় ফিরে অন্তত এক সপ্তাহ বিশ্রাম নিয়ে স্কিল ট্রেনিংয়ে ফিরতে পারবেন বলে জানা গেছে।

পুরনো ব্যথার কারণে বোলিং করতে সমস্যা হচ্ছিল সাইফউদ্দিনের। লন্ডনে পিঠের চিকিৎসা নিয়ে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ডাক পেলেও শতভাগ ফিট না থাকায় ছিটকে যান।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২৬ জুলাই জিম্বাবুয়ে যাবে টিম টাইগার্স। টিম ম্যানেজমেন্ট আসন্ন এশিয়া কাপে সাইফউদ্দিনকে পেতে আশাবাদী। ২৭ আগস্ট শুরু হবে ৬ দলের টি-টুয়েন্টি আসর। আয়োজক শ্রীলঙ্কা হলেও টুর্নামেন্টের ভেন্যু হতে চলেছে সংযুক্ত আরব আমিরাত।

পিঠের চোটের কারণে গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন সাইফউদ্দিন। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয় রুবেল হোসেনকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) খেলতে পারেননি তিনি। লন্ডনে চিকিৎসা নিয়ে ফিরে এপ্রিলে ঢাকা প্রিমিয়ারে খেলেন। তারপর আর ম্যাচ খেলা হয়নি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া ইয়াসির আলি চৌধুরী ফিট হয়ে উঠছেন। বুধবার থেকে ড্রিল শুরু করার কথা তার। জিম্বাবুয়ে সিরিজে ফিরবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বুধবার ঘোষণা করা হতে পারে স্কোয়াড।