সাইফ আলী খানের উপর হামলাকারী বাংলাদেশি, এই পরিচয় নিয়ে অনেকের মনেই ছিলো প্রশ্ন। বাংলাদেশি শরিফুল ষড়যন্ত্রের শিকার, এমনটাও মনে করেছিলেন অনেকে। তবে মুম্বাই পুলিশ বলছে, সাইফের বাড়িতে হামলাকারী গ্রেপ্তার হওয়া শরিফুলই! অকাট্য প্রমাণ নিয়েও হাজির পুলিশ।
সাইফের উপর হামলাকারীর পরিচয় নিয়ে বিভিন্ন ব্যক্তি প্রশ্ন তুলেছিলেন যে সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে সে আদৌ শরিফুল ইসলাম শেহজাদ কিনা! এবার পুলিশের হাতে অকাট্য প্রমাণ এল।
মুম্বাই পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে যে যাকে তারা এই মামলায় গ্রেপ্তার করেছেন সেই শরিফুলই সাইফ আলী খানের উপর আক্রমণ চালিয়েছিলেন।
শুক্রবার বান্দ্রা পুলিশের হাতে ফরেনসিক রিপোর্ট হাতে এসেছে। যেখানে বলা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি সাইফ আলী খানের উপর আক্রমণ চালিয়েছিলেন। তিনিই সাইফের বান্দ্রার বাড়িতে ঢোকেন ডাকাতির উদ্দেশ্য নিয়ে।
এদিন পুলিশের তরফে এও জানানো হয় ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে নিশ্চিত কর হয়েছে আততায়ীর পরিচয়। ফরেনসিক রিপোর্টে সেটাই আছে। ফলে এই ৩০ বছর বয়সী বাংলাদেশি ব্যক্তি যে সেই ব্যক্তি যাকে সিসিটিভিতে দেখা গিয়েছিল সেটা নিয়ে আর দ্বিমত রইল না।







