চট্টগ্রাম থেকে: দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতে পারত। দিনের বেশির ভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণে থাকলেও শেষ বিকেলে উইকেট হারিয়ে দিনটা আর পুরোপুরি নিজেদের করতে পারল না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ২৯১ রান তুলেছে বাংলাদেশ। লিড নিয়েছে ৬৪ রানের। চা বিরতির পর ৪ উইকেট না হারালে হয়ত সংগ্রহটা আরও বড় হতে পারত। আর সেকারণেই আক্ষেপ সেঞ্চুরি করা ব্যাটার সাদমান ইসলাম অনিকের।
চট্টগ্রামে ১২০ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন সাদমান। দিনের খেলা শেষে সংবাদ সম্মলেনে সাদমান উইকেট হারানো নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।
বলেছেন, ‘আমরা ভালো অবস্থায় ছিলাম। আমার কাছে মনে হয়, ৩টা উইকেট বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম, ১০০ রানের বেশি লিডে থাকতাম। আমরা একটা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি।’
নিজের ব্যাটিং নিয়ে সাদমান বলেন, ‘এমন কোনো (চিন্তা) নিয়ে ব্যাটিং করি না। অবশ্যই সুযোগ এলে বাউন্ডারি মারার চেষ্টা করি। কখন কীভাবে খেলতে হয়, মাঠে বল যে রকম আসে, মেরিট অনুযায়ী খেলি।’
জিম্বাবুয়ের সামনে অনন্ত ১০০ রানের লিড রাখতে চায় বাংলাদেশ। সাদমান বলেন, ‘আমাদের মিরাজ আর তাইজুল ভাই আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি গড়ে, আরও ১০০ এর বেশি রান আসে, আমাদের জন্য ভালো। আশা করি, ভালো জুটি হলে আমরা খুব এগিয়ে থাকব।’







