রামের চরিত্রে অভিনয় করতে গিয়ে মদ, সিগারেট, মাংস ছেড়েছিলেন রণবীর কাপুর। জীবনে বড়সড় পরিবর্তন এনেছিলেন। খাদ্যাভ্যাস আমূল বদলে ফেলেছিলেন অভিনেতা। জীবনকে বেঁধেছিলেন নিয়মানুবর্তিতায়। নিজের মুখেই এ কথা স্বীকার করেন রণবীর। এমনকি একথাও জানিয়েছিলেন যে, চল্লিশ পেরোতেই নাকি জীবনযাত্রায় পরিবর্তন এনেছিলেন তিনি।
তবে অভিনেতা যাই বলুন না কেন সোশ্যাল মিডিয়ার কারণে রণবীরের প্রায় এক যুগ আগের এক সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার। রণবীরের নতুন ছবি যখন চর্চায় ঠিক তখনই আবার দানা বাঁধে বিতর্ক।
রীতিমতো কটাক্ষের শিকার হন অভিনেতা। গোমাংস খেয়ে কীভাবে একজন অভিনেতা রামের চরিত্রে অভিনয় করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শকের একাংশ। এবার এই নিয়ে মুখ খুললেন আধ্যাত্মিক গুরু সদগুরু।
সম্প্রতি ছবির প্রযোজকের সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় ছবির বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি রণবীরের এই বিতর্কিত বিষয়ও উঠে আসে। আর এই বিষয়ে রণবীরের পাশে দাঁড়ান তিনি। রণবীরকে সমর্থন করে সদগুরু বলেন, “রণবীর অতীত কালে কী করেছেন তা তুলে এনে তার নতুন ছবির অভিনীত চরিত্র নিয়ে দর্শক প্রশ্ন তুলছেন। এটা অনর্থক। একেবারেই ঠিক নয়। বাস্তবে ওকে রামের মতই হতে হবে এমনটা কোথাও বলা নেই। কাজেই এমন প্রত্যাশা করা উচিত নয়।”
সদগুরু আরও বলেন, “অবশ্যই রামের চরিত্রে অভিনয় করতে পারা একটা বড় সুযোগ। তার জন্য নিজেকে পাল্টাতে পারে। তবে তার সঙ্গে আর কোন অপ্রাসঙ্গিক ধ্যানধারণা ও বিশ্বাস নিয়ে চলা একেবারেই উচিত নয়। যেমন, এনটি রামা রাও ভগবান শ্রী কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন। তার ছবি কাট আউট সকলে নিজের বাড়িতে রেখেছেন তার অভিনীত চরিত্রে সকলে মুগ্ধ হয়েছেন । ঠিক সেভাবেই রণবীর যদি রামের চরিত্রে অভিনয় করে তাহলে সেক্ষেত্রে তার থেকে নম্রতা, ভদ্রতা আমরা আশা করতে পারি। কারণ এটা তার পেশা। এখানে পর্দার সঙ্গে বাস্তবের মিল খোঁজা একপ্রকার অবাস্তব।”- ইন্ডিয়ান এক্সপ্রেস








