চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্নাতকে অভিনেত্রী সাবিলার বিস্ময়কর সাফল্য

অভিনেত্রী হিসেবে সাবিলা নূর পরিণত। প্রতিনিয়ত নিজেকে ভেঙে পর্দায় হাজির করে মেধার প্রমাণ দিচ্ছেন। পর্দার বাইরে সাবিলা তার মেধার স্বাক্ষর রেখেছেন, এবার তার প্রমাণ দিলেন শিক্ষাজীবনেও।

এই অভিনেত্রী স্নাতক সম্পন্ন করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। আউট অব ফোর-এ তিনি সিজিপিএ অর্জন করেন ৩.৯৭।

Bkash July

ইংরেজি সাহিত্যে স্নাতকে এমন ফলাফল অর্জন অনেকটা বিস্ময়কর! এ কারণে রবিবার ২১ তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয় সাবিলা নূরকে আমেরিনা ইন্টারন্যাশনাল ইউটিনিভার্সিটি থেকে ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ডও দেয়া হয়েছে। এতে ভীষণ উচ্ছ্বসিত জনপ্রিয় এ তারকা।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় সাবিলার এই সাফল্য তাগ লাগানোর মতো! সাবিলা বলেন, আমার এই অর্জনে আমি নিজেকে নিয়ে গর্বিত। কারণ আমি জানি অভিনয়ের পাশাপাশি কতটা কষ্ট করে পড়াশোনা করেছি। কত কত নির্ঘুম রাত কাটিয়ে আমাকে অধ্যয়ন করতে হয়েছে।

Reneta June

একাডেমিক ইয়ার ২০২১-২২-এর কনভোকেশনে অংশ নেওয়ার পর সাবিলা বলেন, এই অর্জন ছিল আমার জন্য কঠিন ব্যাপার। আমি অজস্র কটাক্ষের মুখে পড়েছি, কটূ কথা শুনতে হয়েছে। যারা আমার সমালোচনা করেছেন তাদের জন্য আমার উপকার হয়েছে। আমার মধ্যে জেদ চেপে গিয়েছিল।

‘ফলে আমি শত কষ্টেও মুখ ডুবিয়ে পড়াশোনা করেছি। কেননা সবসময় মনে ছিল আমার, আমি একাডেমিক দিকটা ঠিক রাখবো। সেটা পেরেছি।’

অভিনয় ও পড়াশোনা একই সঙ্গে দুটা সহজ ছিল না জানিয়ে সাবিলা বলেন, আমার এ লেভেল এবং ও লেভেলে ইংরেজি সাহিত্য ছিল। সাহিত্য আমার পছন্দের বিষয়। যখন আমি বিবিএ থেকে ইংরেজি সাহিত্যে এলাম তখন মনে হলো আমার পছন্দের বিষয়ে এলাম। কিন্তু শুটিং করে পড়াশোনা করাটা কঠিন ছিল। এমন হয়েছে- শুটিং করে ফিরে সারারাত পড়েছি। সকাল ৮টায় পরীক্ষায় অংশ নিয়ে তারপর শুটিং করেছি। পড়াশোনার জন্য অজস্র রাত আমি নির্ঘুম কাটিয়েছি।’

সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৯৭ পাওয়ার সাফল্যে সাবিলা নূর তার সহপাঠি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, বাবা-মা ও স্বামী নেহালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও দোয়া চেয়েছেন।

Labaid
BSH
Bellow Post-Green View