চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাশিয়ার বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলা, ৪ বিমানে আগুন

KSRM

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পসকভ শহরের এক বিমানবন্দরে ইউক্রেন ড্রোন হামলা করেছে। এই হামলায় বিমানবন্দরে থাকা চারটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

Bkash

পসকভ গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রামে লিখেছেন, প্রতিরক্ষা মন্ত্রক পসকভ বিমানবন্দরে একটি ড্রোন হামলা হয়েছে। তবে আমাদের সক্রিয় বাহিনী সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জরুরি পরিষেবার বরাত দিয়ে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরে থাকা চারটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Reneta June

রাশিয়ান মিডিয়ার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের ওপর থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। টেলিগ্রাম চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, লাটভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত শহরটির চারপাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট সিস্টেম কাজ করছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View