চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ডাদেশে রাশিয়া-যুক্তরাজ্যের উত্তেজনা

যুদ্ধাপরাধের দায়ে দুই ব্রিটিশ ও মরক্কোর এক নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ সমর্থন করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার সমর্থনে স্বাধীনতা দাবি করা দোনেৎস্ক পিপলস রিপাবলিকের আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ দেয়।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই ব্রিটিশকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব কিছু করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্য বলছে, ওই দুজনকে দণ্ড দিয়ে জেনেভা কনভেনশন ভেঙেছে রাশিয়া। এ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

রায়ের নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই রায় একেবারেই নজিরবিহীন।

অন্যদিকে যুদ্ধের ভয়াবহতার শিকার মারিওপোল শহরে ব্যাপকভাবে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় ও বিশুদ্ধ খাবার পানির সংকটে এরই মধ্যে বহু মানুষের কলেরা দেখা দিয়েছে।