চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সীমান্তে মার্কিন বিমানের প্রবেশ ঠেকাতে রাশিয়ার যুদ্ধবিমান প্রেরণ

বাল্টিক সাগরের উপর দিয়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি কৌশলগত বোমারু বিমানের রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন ঠেকাতে একটি এসইউ-২৭ যুদ্ধবিমান প্রেরণ করেছে রাশিয়া।

আল জাজিরার তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়, তাদের সামরিক বাহিনী মার্কিন বিমানের যে কোন ধরণের সীমান্ত লঙ্ঘন প্রতিরোধের প্রচেষ্টা করেছে। প্রতিরোধকারী রুশ যুদ্ধ বিমানটি আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম মেনেই কঠোরভাবে পরিচালিত হয়েছে।

তারা জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় সীমান্ত থেকে মার্কিন সামরিক বিমানগুলো সরিয়ে দেওয়ার পর, রাশিয়ান ফাইটারটি নিজ বিমানঘাঁটিতে ফিরে গেছে। রাশিয়ান যুদ্ধবিমানের ক্রুরা মার্কিন বিমান বাহিনীর দু’টি বি-১বি বিমানকে কৌশলগত বোমারু বিমান হিসাবে চিহ্নিত করেছে।

এদিকে মার্কিন পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার গতকাল মঙ্গলবার নিশ্চিত করে জানান, মার্কিন বিমানগুলো রাশিয়ার দ্বারা আটকানো হয়েছে, তাদের বি-১ বোমারু বিমানগুলো ইউরোপে একটি পরিকল্পিত মহড়ায় অংশ নিচ্ছিল তবে মার্কিন বিমানের সাথে রাশিয়ান ফাইটারের কার্যকলাপ ছিল নিরাপদ এবং পেশাদার।

গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছে। এর মধ্যেই মার্কিন বোমারু বিমানকে তাদের মহড়ায় বাধা দিল রাশিয়া। এরআগে মার্চ মাসে একটি মার্কিন নজরদারি ড্রোন রাশিয়ার যুদ্ধবিমান দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়।