চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে কারণে ইউটিউব থেকে উপার্জনের পথ বন্ধ হয়ে গেল রাসেল ব্র্যান্ডের!

KSRM

কমেডিয়ান এবং অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ এসেছে। এর মাঝেই ইউটিউব জানিয়েছে তারা রাসেল ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে।

রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ‘ক্রিয়েটর রেসপনসিবিলিটি পলিসি’ লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউটিউব। ব্যবহারকারীদের ‘রক্ষা’ করার জন্য ইউটিউব এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে।

Bkash July

ইউটিউবের এক মুখপাত্র মঙ্গলবার বলেছেন, ‘ক্রিয়েটরের অফ-প্ল্যাটফর্ম আচরণ যদি আমাদের ব্যবহারকারী, কর্মচারী বা ইকোসিস্টেমের ক্ষতি করে, আমরা ব্যবস্থা নেই।’

রাসেল ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলে ৬.৬ মিলিয়ন ফলোয়ার। গত কয়েক বছর ধরে তিনি আধ্যাত্মিকতা, রাজনীতি এবং সম্প্রতি ইউএফও নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে শেয়ার করেছেন। প্রতি ভিডিও থেকে তার আয় হতো ২ হাজার থেকে ৪ হাজার পাউন্ড।

Reneta June

ধর্ষণ ও যৌন নিপীড়ন ও মানসিক অত্যাচারের অভিযোগও উঠেছে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে। ২০০৬ থেকে ২০১৩—খ্যাতির শিখরে থাকা অবস্থায় অভিনেতা এই অপরাধগুলো করেছেন বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমস ও চ্যানেল ৪-এর এক যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। সানডে টাইমস জানিয়েছে, ২০১৯ সাল থেকে যৌথভাবে বিষয়টি নিয়ে তদন্ত করছে তারা। অভিযোগ অস্বীকার করেছেন রাসেল ব্র্যান্ড।

সূত্র: বিবিসি

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View