চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘ক্রিটিকস চয়েস সুপার’-এ পিট-ক্রুজদের সাথে লড়বেন রাম চরণ ও জুনিয়র এনটিআর!

KSRM

ক্রিটিকস চয়েজ সুপার অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের মনোনয়নে ‘আরআরআর’ ছবির জন্য অ্যাকশন সিনেমার সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এই তালিকায় আরও আছে ব্র্যাড পিট ও টম ক্রুজের মতো তারকাদের নাম।

এসএস রাজামৌলির ‘আরআরআর’ ক্রিটিকস চয়েজ সুপার অ্যাওয়ার্ডে তিনটি মনোনয়ন পেয়েছে। সেরা অভিনেতার ক্যাটাগরিতে দুটি মনোনয়ন ছাড়াও সেরা অ্যাকশন সিনেমা বিভাগেও মনোনয়ন পেয়েছে ছবিটি। সেরা অ্যাকশন ছবিতে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য বুলেট ট্রেন’, ‘টপ গান: মাভেরিক’, ‘দ্য আনবিয়ারেবল ওয়েট অব ম্যাসিভ ট্যালেন্ট’ এবং ‘ওম্যান কিং।’

Bkash July

১৬ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীদের নাম। তার আগে ১২ মার্চ বসবে অস্কারের আসর। অস্কারে ‘নাটু নাটু’ গানের জন্য ‘আরআরআর’ সিনেমাটি মনোনয়ন পেয়েছে।

‘বাহুবলী’ পরিচালকের ‘আরআরআর’ সিনেমাটি শুধুমাত্র ভারতেরই নয়, বিদেশি দর্শকদেরও মন জয় করেছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে এবার বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ।

Reneta June

ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কমারাস ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে ‍নির্মিত ‘আরআরআর’। এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে আরও দেখা গেছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকাকে।

সূত্র: ইন্ডিয়া টুডে 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View