এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উজবেকিস্তানে ফিফা ফুটসাল বিশ্বকাপের চলমান আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ২-০ গোলে তারা হারিয়েছে ইউরোপের দল ক্রোয়েশিয়াকে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান।
ফুটসাল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম দেখায় দলটিকে হতাশ করে আর্জেন্টিনা। খেলা শুরুর দেড় মিনিটের মাথায় প্রথম গোল করেন অ্যালান ব্রান্ডি। এরপর ২৩ মিনিট ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন ম্যাতিয়াস রোজা।
৩০ সেপ্টেম্বর সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে কাজাখস্তানের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ম্যাচ হবে তাসখন্দের হুমো অ্যারেনায়। ম্যাচে ক্রোয়েশিয়ার চারজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন, অপরদিকে আর্জেন্টিনার দেখেন দুইজন।
আসরের প্রথম ম্যাচে জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ আটে উঠা বাকি দলগুলো হল মরক্কো, ইউক্রেন, ভেনিজুয়েলা, ফ্রান্স এবং প্যারাগুয়ে।








