চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রঙের গাড়ির পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

দেশের ১২৫ জন শিল্পীর জলরঙে আঁকা চিত্রকর্ম নিয়ে ‘রঙের গাড়ি’ আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী।

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় হবে এর উদ্বোধনী অনুষ্ঠানে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী।

বিশেষ অতিথি হিসেবে শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী নিসার হোসেন, শিল্পী বীরেন সোম ও রশীদ আমিন উপস্থিত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানানো হয়, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী রণজিৎ দাস এবং শিল্পী রশিদ আমিন এর সমন্বয়ে গঠিত বিচারকমন্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ছয় জন শিল্পীকে পুরস্কিত করা হবে। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের শিল্পকর্ম ও প্রদর্শিত হবে এই আয়োজনে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

Labaid
BSH
Bellow Post-Green View