চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোনালদোর চলে যাওয়াই ভালো হয়েছে ইউনাইটেডের

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার চলে যাওয়ার পরই যেন ছন্দ ফিরে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, মন্তব্য ক্লাবটির কিংবদন্তি সাবেক রয় কিনের।

ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ের পর দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে লিগ কাপের ফাইনালে গেছে ইউনাইটেড। তারপর এই মন্তব্য এসেছে ক্লাবটির অন্যতম সফল সাবেক অধিনায়কের থেকে।

Bkash July

‘রোনালদোসহ দলের যে ৫-৬ জন খেলোয়াড় চলে গেছেন, তাদের জন্য নতুনভাবে শুরু করতে পেরেছেন কোচ এরিক টেন হাগ। আমি মনে করি রোনালদোর বিদায়ে কোচ হাগ ও ক্লাবের জন্য সুবিধাই হয়েছে।’

রোনালদো ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয়দফায় উগ্র ছিলেন বলেই মত কিনের। বলেছেন, ৩৭ বছর বয়সী মহাতারকার বিদায়ে রেড ডেভিল ডেরায় শৃঙ্খলা ফেরাতে পেরেছেন কোচ টেন হাগ।

Reneta June

‘ক্লাবে এখন নতুন শক্তি অনুভব হচ্ছে। মৌসুমের শুরুটা ভালো না করলেও তাদের বিদায়ের পর আগের সেই গতি ও ভালো অনুভূতি ফিরে এসেছে।’

গত নভেম্বরে দুই পক্ষের সমঝোতায় রোনালদোর সঙ্গে চুক্তির শেষ করার পর ওল্ড ট্রাফোর্ডে ১২ ম্যাচ জিতেছে রেড ডেভিলরা। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর এই প্রথম টানা এতগুলো ম্যাচ জিতল ইউনাইটেড।

Labaid
BSH
Bellow Post-Green View