এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এক ম্যাচ আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের। ম্যাচে বদলি নেমে গোল পাননি। পরের ম্যাচে জোড়া গোল করে দলকে জেতান রোনালদো জুনিয়র। পর্তুগালের হয়ে প্রথমবার কোন টুর্নামেন্টে অংশ নিয়েই জিতেছেন শিরোপাও।
রোববার রাতে ভ্লাতকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে ক্রোয়েশিয়াকে ৩-২তে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। ম্যাচের ১৩ মিনিটে বাঁ-পায়ের নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন জুনিয়র রোনালদো। গোল করার পর বাবার বিখ্যাত ‘সিউউ’ উদযাপন কর ভোলেননি। দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৫৪ মিনিটে।
সাবেক ফুটবলার, কোচ ও সংগঠক ব্লাটকো মার্কোভিচের স্মরণে তার নামে ২০১৯ থেকে প্রতিবছর টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। ফুটবলবিশ্বে কখনোই আলোচনায় আসেনি টুর্নামেন্টটি। রোনালদোর ছেলের অংশগ্রহণের কারণে এখন আলোচনার শীর্ষে।







