ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে হতাশ আল নাসেরের একজন পরিচালক। সৌদি সুপার কাপে আল ইত্তিহাদের কাছে পরাজয়ের পর পর্তুগিজ মহাতারকাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসের হেরেছিল ৩-১ গোলে। রোনালদো খেলেছেন ১০২ মিনিট। তবে কোনো প্রভাব ফেলতে পারেননি কিংবদন্তি। বরঞ্চ প্রথমার্ধে একটি সহজ সুযোগ মিস করেছেন তিনি।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে রোনালদোর পারফরমেন্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবটির একজন পরিচালক। সেখানে সিআর আর সেভেনকে ক্লাব থেকে বেরিয়ে যেতে বলেছেন তিনি।
“এখান থেকে চলে যাও। আমি ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছি, আর সে শুধু জানে কিভাবে ‘সিউউউ’ বলতে হয়। এটা সম্ভব নয়।”

আরেকটি ভিডিওতে রোনালদোকে কটাক্ষ করতে দেখা যায় এক সমর্থককে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহতারকার জার্সিকে পদদলিত করে ক্ষোভ প্রকাশ করেছেন ওই সমর্থক।
গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে নাম লেখান রোনালদো। ক্লাবটির হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে দুই গোল করেন তিনি। এরপর আরও দুই ম্যাচ দলের নেতৃত্ব দিলেও গোলের দেখা পাননি।