চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোনালদোর এই বাড়িটা কিনতে পারবেন ৭০ কোটি টাকায়

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ডের বাড়ি ছেড়ে বান্ধবী-সন্তানদের নিয়ে রিয়াদে বিলাসবহুল হোটেলে থাকছেন পর্তুগিজ মহাতারকা। এদিকে বেঁচে দিচ্ছেন ইউনাইটেডের নিকটবর্তী পছন্দের বাড়িটি।

ইউনাইটেড ছাড়ার পর থেকেই খবর যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কোনো আগ্রহ আর নেই ৩৮ বর্ষী রোনালদোর। বিলাসবহুল চেশায়ার ম্যানশন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন সেজন্যই। দায়িত্ব দেয়া হয়েছে বেসরকারি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জ্যাকসন-স্টপসকে।

সাত বেডরুম ও ছয় বাথরুমের বাড়িটির মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা। বাড়িটিতে রয়েছে উচ্চ প্রযুক্তিতে সজ্জিত একটি ফিটনেস কক্ষ, একটি সুইমিং পুল, একটি প্যাডেল টেনিস কোর্ট এবং একটি জ্যাকুজি। সিনেমা দেখার জন্য বড় একটি হলরুমও রয়েছে।

চারটি গাড়ি রাখার মতো বাড়িটিতে বেশ কয়েকটি অভ্যর্থনা কক্ষ রয়েছে। বিনোদনের জন্য আছে একটি ওয়াইন রুম। রোনালদোর সেই বাড়িটি কিনতে ঢালতে হবে ৭০ কোটি টাকা।