ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে নাম লেখানোর পর গোলের দেখা পেতে ক্রিস্টিয়ানোর রোনালদোর অপেক্ষাটা একটু দীর্ঘই। অবশেষে তৃতীয় ম্যাচে এসে মরুর বুকে গোল পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার গোলেই সৌদি প্রো লিগে হার এড়িয়েছে আল নাসের। সঙ্গে টিকে থাকলো টেবিলের শীর্ষে।
শুক্রবার প্রিন্স আবদুল্লাহ বিন জালাবি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের রাউন্ড-১৫’র ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ২-২ গোলে ম্যাচ শেষ করে আল নাসের। ম্যাচে আল ফাতেহ এগিয়ে থাকলেও রোনালদোর গোলে সমতায় ম্যাচ শেষ হয়।
এদিন শুরুটা খুব একটা ভালো হয়নি রোনালদোদের। ১২ মিনিটেই গোল হজম করতে হয় আল নাসেরকে। ডি বক্সের বাইরে থেকে চোখ জুড়ানো ভলিতে গোল করেন আল ফাতেহ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান টেলো।
পিছিয়ে পড়ে রোনালদোর দল মরিয়া হয়ে চেষ্টা করছিল ম্যাচে ফেরার। ২৩ মিনিটে সমতার সুযোগও এসে যায়। আল ফাতেহর জালে বল জড়ান সিআরসেভেন। তবে ভিএআর অফসাইড ঘোষণা করায় গোল বঞ্চিত হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আল নাসেরকে সমতায় ফেরানোর দ্বিতীয় সুযোগ পেয়েছিলেন রোনালদো। সেখানে ব্যর্থ হন তিনি। ৪২ মিনিটে টালিস্কা গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও বল জালে পাঠানোর সুযোগ পান পর্তুগিজ ফরোয়ার্ড। বল ক্রসবারে লাগায় আবারও হতাশ হতে হয় তাকে।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় আল ফাতেহ। ৫৮ মিনিটে আল নাসেরের জালে বল পাঠান সোফিয়ান বেন্দেবকা। রোনালদোরা চেষ্টা করেও ম্যাচে ফিরতে না পারায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে।
আল ফাতেহ ডিফেন্ডারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে পেনাল্টি পায় রোনালদোর দল। সৌদি প্রো লিগে গোলের খাতায় নিজের নাম লেখিয়ে দলকে সমতায় ফেরান কিংবদন্তি ফরোয়ার্ড।
🎥 هدف النصر
⚽️ كريستيانو رونالدو
#️⃣ #الفتح_النصر pic.twitter.com/WSxEWT4iOm— دوري روشن السعودي (@SPL) February 3, 2023
দল ড্র করে মাঠ ছাড়লে শেষ বাঁশি বাজার আগে লাল কার্ড দেখতে হয় রোনালদোর সতীর্থ টালিস্কাকে। এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টিকে থাকলো আল নাসের। ১৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল সংখ্যায় পিছিয়ে রোনালদোদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আল শাবাব।