রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ ও দাতাসংস্থার কাছ থেকে সংগ্রহ করা তহবিল লক্ষ্যমাত্রার তুলনায় অর্ধেকও হয় নি। এ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ জাতিসংঘ। ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ পরিচালিত ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাটি।