এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আবারও সড়ক ও রেলপথ অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার সকাল থেকেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত ৮টি স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলার সঙ্গে ভাঙ্গা হয়ে চলাচলকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে।
এছাড়া, সদরদী এলাকার কৈডুবি রেলক্রসিং এলাকায়ও বিক্ষোভকারীরা বেনাপোল-ঢাকা রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
বিক্ষোভকারীরা জানিয়েছে, আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে না ফেরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তারা আরও জানান, এর আগেও গত সপ্তাহে টানা তিনদিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি নির্বাচন কমিশন ৪৬টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে।
এতে ফরিদপুর-৪ আসনের আওতায় থাকা ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ফুঁসে উঠেছেন স্থানীয়রা।








