চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহসড়কের শাহজাদপুরে তেলের ট্রাক ও সিএনজির মুখোমুখি সংষর্ঘে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজির অপর এক যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শহীদ ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক আব্দুল হাই উপজেলার নরিনা ইউনিয়নের নববিলা গ্রামের আব্দুস সালামের ছেলে। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। আহত মিজানুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মিজানুর চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ইফতারের পর উপজেলার শহীদ ফিলিং স্টেশনের সামনে তেলবাহি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুল হাইসহ দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি। ট্রাক ও চালককে আটকের অভিযান চলছে বলেও জানান তিনি। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ বুধবার সকালে সদর হাসপাতালে পাঠানো হবে।

Labaid
BSH
Bellow Post-Green View