চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাইড শেয়ারিংয়ের কথা বলে মোটর সাইকেল নিয়ে মফস্বলে বিক্রি

রাইড শেয়ারিংয়ের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করত একটি চক্র।

মোটরসাইকেল আত্মসাৎ করার ঘটনায়  ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেপ্তাররা হলো-মো. নাইমুল হক রোহান, মো. ইয়াছিনুল হক রাফিন, মো. রিয়াজ ও সুজিত দাস। এসময় তাদের হেফাজত থেকে ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার রাজধানীর উত্তরখান ও টাঙ্গাইল জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা-রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

মঙ্গলবার ডিএমপির ডিবি কম্পাউন্ডে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত বছরের ১ জুন খালিদ সাইফুল্লাহ বকসী অভিযুক্ত রোহান ও রাফিনকে ২টি মোটরসাইকেল দৈনিক ও সাপ্তাহিক ভাড়া দেন। অভিযুক্ত রোহান ও রাফিন মোটরসাইকেল ২টি আত্মসাৎ করে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ১৪ নভেম্বর রমনা মডেল থানায় মামলা করা হয়। মামলাটি তদন্ত করে গোয়েন্দা-রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে রোহান ও রাফিনসহ এ ঘটনায় জড়িত রিয়াজকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারদের দেয়া তথ্য মতে টাঙ্গাইল জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত সুজিতকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা রাইড শেয়ারিংয়ের কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠান হতে মোটরসাইকেল ভাড়া নিয়ে মফস্বল এলাকাসহ বিভিন্ন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কারীদের কাছে বিক্রয় করত।

কেউ যদি চোরাই মোটরসাইকেল কিনে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর উত্তরখান থানায়ও মামলা হয়েছে।তাদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।