চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রিয়ার নতুন প্রেমের গুঞ্জন, কথিত প্রেমিকের বোনকে নিয়ে পার্টিতে

নতুন প্রেমে মজেছেন রিয়া চক্রবর্তী, এমনটাই শোনা যাচ্ছে। এই গুঞ্জন আরও এক ধাপ এগিয়ে নিলেন কথিত প্রেমিকের বোনকে নিয়ে এক পার্টিতে গিয়ে।

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর আড়াই বছর পরে শোনা যাচ্ছে, অভিনেত্রী সীমা সাজদের ভাই বান্টি সাজদের সঙ্গে প্রেম করছেন রিয়া।

Bkash July

শনিবার মুম্বাইয়ের প্রযোজক অমৃতপাল সিং বিন্দ্রার পার্টিতে বান্টির বোন সীমার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন রিয়া। দুজনকেই একটি গাড়ির পিছনের সিটে দেখা গিয়েছিল। সামনের সিটে বসা ছিলেন রিয়ার ভাই সৌভিক। পার্টিতে কালো পোশাক পরে, কোঁকড়ানো চুলে খুব সাধারণ মেকআপে ধরা দিয়েছেন রিয়া।

জানা গেছে, আড়াই বছর ধরে রিয়ার লড়াইয়ে তার পাশে থেকেছেন বান্টি। তাকে মানসিক শক্তি জুগিয়েছেন বন্ধুর মতো। তখন থেকেই তাদের মাঝে ভালো সম্পর্ক গড়ে উঠেছে।

Reneta June

বান্টি পেশায় একজন প্রযোজক। এছাড়াও তিনি করনেরস্টোন স্পোর্টস নামের এক ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও। এই কোম্পানি রিয়া সহ একাধিক বলিউড তারকা ও ক্রিকেট খেলোয়াড়ের প্রোফাইল সামলায়।

২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল রিয়ার। মাদক সরবরাহের অভিযোগে কারাগারেও যেতে হয়েছিল তাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View