
লিগ ওয়ানের লড়াইয়ে প্রায় দুইবছর ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে অপ্রতিরোধ্য ছিল পিএসজি। রেনেসেঁর বিপক্ষে হেরে অবশেষে সেই জয়রথ শেষ হলো ফরাসি জায়ান্ট ক্লাবটির। এর আগে ২০২১ সালের ৩ এপ্রিল ঘরের মাঠে সবশেষ হেরেছিল লিলের বিপক্ষে।
রোববার রাতে লিগ ওয়ানের লড়াইয়ে রেনেসেঁর বিপক্ষে ২-০ গোলে হেরেছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। এই পরাজয়ে অবশ্য পয়েন্ট টেবিল থেকে নড়তে হয়নি মেসি-এমবাপেদের। ২৮ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। অন্যদিকে পিএসজিকে হারিয়ে সমান ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচে এসেছে রেনেসঁ।
পার্ক ডে প্রিন্সেসে বল দখলে আধিপত্য ছিল স্বাগতিক দলের। সুযোগও এসেছিল বেশ কয়েকবার। তবে সে সুযোগ আর কাজে লাগাতে পারেননি মেসি-এমবাপেরা। রেনেসঁও ছেড়ে কথা বলেনি ফরাসি জায়ান্টদের। আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে ৪৫ মিনিটে প্রথম সুযোগ কাজে লাগায় সফরকারী দল। টোকো ইকাম্বির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রেনেসঁ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন আরনাউড কালিমুয়েন্দো। এরপর লড়াই জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দল। ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রেনেসঁ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের পারফরম্যান্স নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পিএসজি মিডফিল্ডার ভিতিনহা। বলেছেন, ‘আমরা খুব বাজে খেলেছি। বলার মতো খুব কমই আছে। যারা সবসময় আছে তাদের জন্য আমি দুঃখিত। এটা আমরা নই, এটা আমাদের দল নয়। আমরা খুব, খুব দুঃখিত কারণ আমরা এটি কখনই কল্পনা করিনি। ক্লাব এটির যোগ্য নয়। এটি যথেষ্ট নয়। পরের ম্যাচে আমাদের আরও ভাল করতে হবে।’