চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকায় ওস্তাদ আলাউদ্দিন খান স্মরণে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা

সোমবার সন্ধ্যায় মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের (মঁ ফাউন্ডেশন) উদ্যোগে ও আলিয়ান্স ফ্রঁসেজের সহযোগিতায় সংগীত আচার্য্য ওস্তাদ আলাউদ্দিন খান স্মরণে উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

ওস্তাদ আলাউদ্দিন খানের শততম জন্মবার্ষিকী ও ৫০ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বছরব্যাপী দুই বাংলায় উদযাপন কর্মসূচির অংশ হিসেবে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সন্ধ্যা ৬টায় নুভেল ভ্যাগ অডিটোরিয়ামে (আলিয়ান্স ফ্রঁসেজ দো ঢাকা) আয়োজিত অনুষ্ঠানে থাকছে সংগীত, আচার্য্য ওস্তাদ আলাউদ্দিন খানের ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র ও যন্ত্রসংগীত।

এতে বাঁশি বাজাবেন বিশিষ্ট বংশীবাদক মুর্তজা কবির মুরাদ (বাংলাদেশ), সরোদ বাজাবেন ওস্তাদ আলাউদ্দিন খানের প্রপৌত্র ও ওস্তাদ আলী আকবর খানের নাতি সিরাজ আলী খান (পশ্চিম বঙ্গ), সেতার ও সরোদ যুগলবন্দী বাজাবেন ওস্তাদ আয়েত আলী খানের প্রপৌত্রী ও ওস্তাদ শাহাদাত হোসেন খানের কন্যা আফসানা খান ও রুখসানা (বাংলাদেশ)। তবলাতে সংগত করবেন মৈনাক বিশ্বাস (পশ্চিমবঙ্গ) ও জাকির হোসেন (বাংলাদেশ )। তানপুরাতে থাকছেন চেমন ফারিয়া ইসলাম মেঘলা (বাংলাদেশ) ।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের সমন্বিত এই শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে প্রয়াত একুশে পদকপ্রাপ্ত বি