চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী সীমিত আয়োজনে সেলিম আল দীনের ৭৫ জয়ন্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ন ১৯, আগস্ট ২০২৪
বিনোদন
A A

রবীন্দ্র পরবর্তী যুগের সবচেয়ে শক্তিশালী নাট্যব্যক্তিত্ব ড.সেলিম আল দীনের ৭৫তম জন্মদিন ছিলো রবিবার (১৮ আগস্ট)। ফেনী জেলার সোনাগাজীর সেনেরখিল গ্রামে ১৯৪৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

ঔপনিবেশিক সাহিত্য ধারার বিপরীতে দাঁড়িয়ে বাংলা নাটককে আবহমান বাংলার গতিধারায় ফিরিয়ে এনেছিলেন নাট্যাচার্য সেলিম আল দীন। বাংলা নাটকে বিষয়, আঙ্গিক আর ভাষা নিয়ে গবেষণা ও নাটকে তার প্রতিফলন তুলে ধরেন তিনি।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা নাটকের যে আন্দোলন, তার পেছনেও রয়েছে সেলিম আল দীনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শেকড়ের সন্ধানে মগ্ন ছিলেন।

তার জন্মদিনে কাজের মাধ্যমে প্রতি বছরেই শ্রদ্ধা জানায় বিভিন্ন থিয়েটার ও শিল্পগোষ্ঠী। এবারও হয়নি ব্যতিক্রম। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো তার ৭৫তম জন্মদিন।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০টি সংগঠন দিনটি উপলক্ষে আলাদা আলাদা আয়োজন করেছিল। এছাড়া দিনটি উপলক্ষ্যে জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেন, ১৮ আগস্ট ছিলো ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঔপনিবেশিক অবলেশমুক্ত বাঙলা নাট্যের স্রষ্ঠা নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫ জয়ন্তী। জয়ন্তী উদযাপনের জন্য ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার ঢাকাসহ সারা দেশে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু জুলাই-আগস্ট মাসে উদ্ভুত সামাজিক- রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে তা বাতিল করতে আমরা বাধ্য হয়েছি। ১৬ আগস্ট রাতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির জরুরী ভার্চুয়াল সভায় সারা দেশে সীমিত আকারে সেলিম আল দীনের ৭৫ জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Reneta

থিয়েটার অঙ্গনের আয়োজনে ছিল বৃক্ষরোপণ, খোয়াজ খিজিরের ভেলা ভাসান ও পদযাত্রা, ব্রক্ষপুত্র নদীতে প্রদীপ ভাসান।

ইঙ্গিত থিয়েটার এই দিনটি উপলক্ষ্যে শিশু- কিশোর সংগঠনের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিল। পরের পর্বে সেলিম আল দীনের বনপাংশুল নাটক থেকে পাঠ করেন থিয়েটারকর্মীরা। এ ছাড়া সেলিম আল দীনের নাট্যাদর্শ নিয়ে আলোচনা করেন সুখময় বিপলু, আশীক রহমান, জাফরুল বুলবুল ও গৌরপ্রিয়া। চাকা নাটকের গান পরিবেশন করেন আদিত্য, বনপাংশুল নাটকের শুরুতে উৎসর্গীকৃত কবিতা পাঠ করেন সুখময় বিপলু। তারপর বনপাংশুল নাটক থেকে পাঠ করেন আদিত্য, আশীষ, সুখময় বিপলু, জাফরুল বুলবুল ও সজিব।

শহীদ সমর থিয়েটার নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মাধ্যমে দিনটি উদযাপন করে। সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের পক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গহন থিয়েটার রাজবাড়ি— এই দিনটিতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, খাবার বিতরণ, কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার এবং কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে নীরবতা পালন করার মধ্যদিয়ে দিনটি উদযাপন করে। ফানুস নাট্যদল সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় বৃক্ষরোপণ এবং অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে।।

সেলিম আল দীনের জন্মদিন উদযাপনকারী বাংলাদেশ গ্রাম থিয়েটারের অঙ্গসংগঠনগুলো হচ্ছে, গহন থিয়েটার রাজবাড়ী, শহীদ সমর থিয়েটার মেলান্দহ, চারণ থিয়েটার, অন্তরঙ্গ থিয়েটার, কিশোলয় থিয়েটার, সারথী থিয়েটার গাইবান্ধা, রাজশাহী থিয়েটার, চলন নাটুয়া, বগুড়া থিয়েটার ,পূরবী থিয়েটার, ইঙ্গিত থিয়েটার, ঝিনেদা থিয়েটার, সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী, থিয়েটার অঙ্গন জামালপুর, বরিশাল থিয়েটার, যশোহর সুন্দরবন অঞ্চলে একত্রে অগ্নিবীনা, মা নৃত্যালয়, প্রত্যয় থিয়েটার, উপশহর শিল্পী সৃষ্টি নাট্যগোষ্ঠী, শব্দ থিয়েটার, স্বপ্নচারী নাট্য নিকেতন, যশোহর শিল্পকলা একাডেমি, মহুয়া থিয়েটার নেত্রকোনা, আক্কেলপুর থিয়েটার, দূর্জয় থিয়েটার, সারথী থিয়েটার কুমিল্লা, রবীন্দ্র থিয়েটার সিরাজগঞ্জ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যাদবপুর দলমাদল কলকাতা, রিয়াদ বাংলাদেশ থিয়েটার সৌদিআরব এছাড়া বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন, ভোর হলো ঝিনেদা, ভোর হলো নাটোর, ভোর হলো রাজশাহী, ভোর হলো ববনপুর, ভোর হলো দারিয়াপুর, গাইবান্ধা, প্রভাতি থিয়েটার, সবুজ সারথী থিয়েটার, চাধক থিয়েটার শরিয়তপুর, ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় মাদারগঞ্জ, কলেজ থিয়েটার, বগুড়া, সেলিম আল দীন পাঠশালা, বগুড়া, ভোর হলো বগুড়া, বরগুনা থিয়েটার , দক্ষিণা নাট্যমঞ্চ, থিয়েটার ফোর্স রংপুর, সবুজ সারথি থিয়েটার এবং ঢাকা থিয়েটার।

ট্যাগ: গ্রাম থিয়েটারজাবিথিয়েটারনাট্যাচার্যনাসিরউদ্দিন ইউসুলশিল্পগোষ্ঠীসাংস্কৃতিক ব্যক্তিত্বসেলিম আল দীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

জানুয়ারি ২৮, ২০২৬

র‌্যাঙ্কিংয়ে এগোলেন মোস্তাফিজ-রিশাদ, পিছিয়েছেন মেহেদী

জানুয়ারি ২৮, ২০২৬

ইংল্যান্ড বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ

জানুয়ারি ২৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

জানুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আবার বেড়েছে স্বর্ণের দাম, ভরিপ্রতি প্রায় ২ লাখ ৭০ হাজার

জানুয়ারি ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT