প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ১১ এপ্রিল। ২০২১ সালের এই দিনে প্রয়াণ হয় তার। গুণী এই শিল্পীর দ্বিতীয় প্রয়াণ দিবস সামনে রেখে তাকে স্মরণের বিশেষ উদ্যোগ নিয়েছে তারই হাতে গড়া প্রতিষ্ঠান ‘সুরতীর্থ’।
মিতা হক স্মরণে শুক্রবার (৭ এপ্রিল) দিনভর বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করেছে সুরতীর্থ। স্বাস্থ্য সেবার সার্বিক সহযোগিতায় থাকছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
কেরাণীগঞ্জের বড় মনোহরিয়ায় মিতা হকের নিজস্ব বাসভবনে এ সেবা প্রদান করা হবে বলে জানা যায়। ‘মিতা-যুবরাজ ফ্রি হেলথ ক্যাম্প’ শীর্ষক এ সেবাটি শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে। এতে স্থানীয় মানুষেরা এসে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারবেন। দুপুর ১টা পর্যন্ত চলবে আয়োজনটি।
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। এরপর কবি রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়।
একই বছর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা’য় রবীন্দ্র সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মিতা হককে আজীবন সম্মাননা দেওয়া হয়। ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।






