চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জো বাইডেনের বাড়ি থেকে আরও গোপন নথি উদ্ধার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়ি থেকে আরও ছয়টি গোপন নথি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) বাইডেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব নথি উদ্ধার করা হয়। শনিবার (২১ জানুয়ারি) বাইডেনের এক আইনজীবী বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,  ১৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর নথিগুলো উদ্ধার করেছেন মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা। নথিগুলো বাইডেন যখন সিনেটর ছিলেন ওই সময়ের এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ের।

বব বাউয়ার নামে একজন আইনজীবী জানিয়েছেন, নতুন করে উদ্ধার হওয়া এসব নথির সাথে বাইডেনের হাতে লেখা নোটও উদ্ধার করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট থাকার সময় নিজের কাজ করা কোনো নথি এখনও রয়ে গেছে কিনা তা তল্লাশি চালিয়ে খুঁজে বের করতেই বাইডেন নিজেই প্রস্তাব দেন বলেও জানান বব বাউয়ার।

তদন্তকারী দলের অভিযানের সময় ডেলাওয়ারের বাড়িতে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির কেউই ছিলেন না। এর আগেও, মার্কিন প্রেসিডেন্টের বাড়ি থেকে কিছু গোপন নথি উদ্ধার করে বিচার বিভাগের তদন্তকারী দল।