কোপা ডেল রে’র দ্বিতীয় সেমিফাইনালে নেমে দারুণ খেলা হয়েছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের মধ্যে। ম্যাচের একটা সময়ে দেখা যাচ্ছিল পিছিয়ে পড়া রিয়ালের সুযোগ কমে আসছে। বারবার এগিয়ে-পিছিয়ে যাওয়ার ৮ গোলের ম্যাচে দুই লেগ মিলিয়ে শেষপর্যন্ত হাসিটা ধরে রেখেছে রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের এক গোলে এগিয়ে মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। ১৬ মিনিটে সেই ব্যবধান সমান করেন সোসিয়েদাদের অ্যান্ডার ব্যারেনেটক্সিয়া। ৩০ মিনিটের সময় রিয়ালকে আবার এগিয়ে নেন ব্রাজিলিয়ান এন্ড্রিক। ৭২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে রিয়ালকে ধাক্কা দেন ডেভিড আলাবা, দুই লেগ মিলিয়ে ২-২ সমতা তখন।
৮০-৯৩ মিনিটের মধ্যে রিয়ালের জালে আরও দুই গোল দেন স্প্যানিশ স্ট্রাইকার মিকেল ওরজাবাল। ৮০ মিনিটে তার প্রথম গোলে ম্যাচে সমতায় আসার পর ৮২ মিনিটে রিয়ালকে গোল এনে দেন জুড বেলিংহ্যাম। ৮৬ মিনিটে অরিলিয়ে শুয়ামেনির গোলে আবার পথে ফেরে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ের তিন মিনিটে সোসিয়েদাদকে আবার গোল এনে দেন মিকেল ওরজাবাল।
ম্যাচ তখন রিয়াল ৩-৪ সোসিয়েদাদ, এই ব্যবধানে শেষ। আর দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতায় শেষ নির্ধারিত সময়। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এখানে চুম্বকাংশ অপেক্ষা করছিল। অতিরিক্ত সময়ের প্রথমাংশে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোল হয়। খেলা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে গোল করেন অ্যান্টোনিও রুডিগার। ম্যাচ তখন ৪-৪, আর দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধান নিয়ে শিরোপামঞ্চের টিকিট কেটে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।








