চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘মাদ্রিদ যখন ফাইনাল খেলে, তারা জেতে’

আমি প্রাপ্য সম্মান পাই না: কোর্ত্তোয়া

‘আমি বলেছিলাম মাদ্রিদ যখন ফাইনাল খেলে, তারা জেতে। ইতিহাস আমাদের পক্ষে ছিল। এমন অনেক টুইট দেখেছি, যেখানে বলা হয়েছে আমি ধরাশায়ী হবো। ঠিক তার উল্টোটা হয়েছে। দুর্দান্ত এক মৌসুমের পরও আমার অনেক সমালোচনা চোখে পড়েছে।’

মৌসুমজুড়ে দারুণ খেলার পরও অযথা সমালোচনার মুখে পড়া ও প্রাপ্য সম্মান না পাওয়া নিয়ে এভাবেই আক্ষেপ ঝরল রিয়াল মাদ্রিদের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক থিবো কোর্ত্তোয়ার কণ্ঠে।

ফাইনালে লিভারপুলের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো কোর্ত্তোয়া নয়টি দুর্দান্ত সেভ করেছেন। দলকে বিপদ থেকে উদ্ধারে ছিলেন ত্রাতার ভূমিকায়। ট্রফি উঁচিয়ে ধরার পর তার কণ্ঠে উঠে জিততে এলো কতটা প্রত্যয়ী ছিলেন বেলজিয়ান গোলরক্ষক।

‘আজ আমার ক্যারিয়ারের জন্য ফাইনাল জেতা দরকার ছিল। আমার নামের প্রতি শ্রদ্ধা জানাতে সবরকমের কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি না যে প্রাপ্য সম্মান পেয়েছি। বিশেষত ইংল্যান্ডে।’

সদ্যগত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোর্ত্তোয়া ৮০.৫৬ শতাংশ হারে ৫৯টি গোল সেভ করেছেন। যার মধ্যে পাঁচ ম্যাচে ছিল ক্লিন শিট। রিয়ালের হয়ে এমন পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

‘আমি দলটির জন্য সত্যিই গর্বিত। আমরা বিশ্বের সেরা কয়েকটি ক্লাবকে হারিয়েছি। সিটি এবং লিভারপুল এই মৌসুমে অবিশ্বাস্য ছিল। তারা প্রিমিয়ার লিগে শেষপর্যন্ত লড়াই করেছে। লিভারপুল দুটি কাপ জিতেছে এবং তারা সত্যিই শক্তিশালী ছিল। আজকে আমরা দারুণ খেলেছি। আমরা একটা সুযোগ পেয়েছি এবং গোলটা করেছি।’