এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সামাজিক মাধ্যমে প্রায়ই ভক্তদের সঙ্গে নিজের ছবি ও কাজের খবর শেয়ার করেন রাশমিকা। তবে প্রায় এক মাস ধরে সামাজিক মাধ্যমে একেবারেই নিষ্ক্রিয় ছিলেন রাশমিকা। দেখা যায়নি পাবলিক ইভেন্টেও। এবার তিনি ফিরে এসে জানালেন, ছোট একটি দুর্ঘটনার মুখোমুখি হয়ে আহত হয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে রাশমিকা লিখেছেন, ‘আমি জানি, আমাকে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে না, এমনকি জনসমাগমেও দেখা যায়নি। গত মাসে আমি অ্যাকটিভ না থাকার কারণ হলো আমি ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছে, সুস্থ হওয়ার জন্য আমাকে বাড়িতেই থাকতে বলে দিয়েছেন চিকিৎসকরা।’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘নিজের যত্ন নেয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, সবসময়। কারণ জীবন খুবই ভঙ্গুর এবং ছোট। আমরা কেউ জানি না কালকের দিনটা আমাদের জীবনে আসবে কিনা, তাই প্রতিদিনই সুখ খুঁজুন।’
দুর্ঘটনা কীভাবে এবং কোথায় হয়েছে সেই প্রসঙ্গে কিছু জানাননি রাশমিকা। তবে জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং শিগগির কাজে ফিরবেন।
রাশমিকাকে সর্বশেষ দেখা গিয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ছবিতে। এরপর তাকে দেখা যাবে ‘পুষ্পা: দ্য রাইজ’-এ। তার হাতে আরও আছে, ‘ছাভা’।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস







