এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চোটজনিত সমস্যার কারণে টেস্ট থেকে বিরতি নিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ভারতে হতে চলা নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে রাখা হয়নি তাকে।
গত বছরের নভেম্বরে লোয়ার-ব্যাক চোটের কারণে সার্জারি করাতে হয়েছিল রশিদকে। অবশ্য গত জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানদের নেতৃত্বও দিয়েছেন। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখা ও অতিরিক্ত খেলার চাপ সামলাতে তাকে টেস্ট থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
আফগানিস্তান ক্রিকেটের মিডিয়া ম্যানেজার নাসির খান জানিয়েছেন বিষয়টি। বলেছেন, ‘এই মুহূর্তে তাকে টেস্ট থেকে বিরতি নিতে হচ্ছে, তাকে চোটের সাথে লড়াই করতে হচ্ছে। সে কারণে চিকিৎসকরা সাময়িকভাবে তাকে টেস্ট না খেলতে পরামর্শ দিয়েছেন।’
‘আমরা এখনও জানি না তিনি কত সময়ের জন্য বাইরে থাকবেন। এতটুকু নিশ্চিত যে, এই মুহূর্তে তার টেস্ট খেলা হচ্ছে না, যতক্ষণ না পুরোপুরি চোটমুক্ত হন। চিকিৎসকের অনুমতি ছাড়া তিনি টেস্ট খেলবেন না। ঠিক কতদিন তিনি টেস্ট খেলবেন না আমরা বলতে পারছি না।’








