চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

র‍্যাশফোর্ডের গোলে জয়, শেষ আটে ইউনাইটেড

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলের জয় পায় রেড ডেভিলরা। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে পা রাখল এরিক টেন হাগের দল।

বৃহস্পতিবার রাতে হওয়া শেষ ষোলোর ম্যাচে বেটিস একের পর এক আক্রমণ গড়ে গোলের সুযোগ সৃষ্টি করে। ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া একের পর এক সেভ করে জাল অক্ষত রাখেন।

গোলশুন্য প্রথমার্ধের পর ডেডলক ভাঙেন মার্কাস র‍্যাশফোর্ড। ৩০ গজ দূর থেকে থেকে তার নেয়া শটে বল জালে জড়ায়।

চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে এখন তৃতীয় সর্বাধিক গোলের মালিক র‍্যাশফোর্ড। ইংলিশ স্ট্রাইকারের মোট গোল সংখ্যা এখন ২৬। তার চেয়ে এগিয়ে আছেন আর্লিং হালান্ড (৩৯) ও কাইলিয়ান এমবাপে (৩১)।

ম্যাচ শেষে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বলেন, বেটিস সত্যিই একটি ভালো দল। আমরা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার বিপক্ষে সেটা দেখেছি। তবে আমরা তাদের দুইবার পরাজিত করেছি। তাই মনে করি, আমরা সত্যিই ভালো পারফর্ম করেছি। দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে ছিলাম।