এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গ্লোবাল সুপার লিগে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকার ম্যাচে স্বল্প পুঁজির সংগ্রহে জয় পেয়েছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১৫ রানের জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ম্যাচে দুটি রেকর্ড গড়েছেন রাইডার্স অধিনায়ক সোহান।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান। সাউথ আফ্রিকান পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের তোপে শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। ৩০ রানের মধ্যে ৫ উইকেট হারানো রংপুর খুশদিল শাহ’র ৫৮ রানে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রান তোলে।
দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে সোহানের থেকে, ১১ ও ১০ রান আসে রিশাদ হোসেন ও হারমিত সিং থেকে। প্রিটোরিয়াসের ৩ উইকেটের পর তানজিম হাসান সাকিব, ইমরান তাহির ও গুডাকেশ মোতি নেন ২টি করে উইকেট।
জবাবে শাই হোপের ৩৫ রানের সর্বোচ্চ ইনিংসের পর মোতি ও কিমো পলের ১৫ ও ১৮ রানের সুবাদে ১০২ রান তুলতে পারে ক্যারিবীয় দলটি। ১৫ রানে জয় তুলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে রইলো রংপুর রাইডার্স।
এ ম্যাচ দিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে ছাড়িয়ে গেছেন সোহান। রংপুর রাইডার্সের হয়ে ২৯ ম্যাচের জয় দিয়ে ছাড়িয়ে যান নড়াইল এক্সপ্রেসকে।
উইকেটের পেছনে আউট করার মাধ্যমে আরেকটি রেকর্ড গড়েছেন রংপুর অধিনায়ক। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩১ ডিসমিসাল করে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ মিঠুনকে। মিটুনের রেকর্ডটি ছিল ২৯ ডিসমিসাল।








