চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অস্কার মঞ্চে সুযোগ পেয়েও কেন নাচেননি এই দুই তারকা?

এবার অস্কার মঞ্চে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি পেল সেরা মৌলিক গানের সম্মান। পাশাপাশি অস্কারের মঞ্চেও পারফর্ম করা হয়েছে গানটি। তবে গানের তালে রাম চরণ ও জুনিয়র এনটিআর নাচেননি।

অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের লাইভ পারফর্ম করেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মিলিয়েছেন কানাডিয়ান নৃত্যশিল্পী শিল্পী বিলি মুস্তাফা আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তাকে সঙ্গ দেন এক-ঝাঁক শিল্পী। দুই নৃত্যশিল্পীকে হঠাৎ দেখে রামচরণ ও এনটিআর জুনিয়র বলেও ভুল করেছেন অনেকে।

Bkash July

জানা গেছে, ফেব্রুয়ারির শেষের দিকে অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে নাচের জন্য রাম চরণ ও জুনিয়র এনটিআরকেই প্রথম প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তারা রাজি হননি।

অস্কার অনুষ্ঠানের একজন প্রযোজক রাজ কাপুর জানিয়েছেন, রাম চরণ ও জুনিয়র এনটিআর তাকে জানিয়েছেন, উপস্থিত থাকলেও মঞ্চে নাচার জন্য প্রস্তুত নন তারা। আর কাজের ব্যস্ততার কারণে রিহার্সালের সুযোগও নেই।

Reneta June

মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে শিল্পীদের আহ্বান জানান দীপিকা। পারফরম্যান্স শেষে করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ‘নাটু নাটু’ পায় স্ট্যান্ডিং ওভেশন। পারফরম্যান্সের কিছুক্ষণ পরেই অস্কার গ্রহণ করেন সংগীত পরিচালক এম এম কীরাবাণী।

সূত্র: ফিল্মফেয়ার 

ISCREEN
BSH
Bellow Post-Green View