
দীর্ঘ অপেক্ষার পর রাজধানীর ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। গতকাল রাত থেকেই আকাশে মেঘ জমে ছিল। সকালে ঘন মেঘ বর্ষণের রূপ নেয়। ভ্যাপসা গরম আর তাপদাহের মধ্যে এ বৃষ্টি যেন নগরবাসীর জন্য স্বস্তিরই বার্তা।
বুধবার ১৭ মে সকাল ৯টা থেকে মুশলধারে বৃষ্টি শুরু হয়। দীর্ঘ ৩০ থেকে ৪০ মিনিট বৃষ্টি হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালী অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুরের কিছু কিছু অংশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।